মাওলানা গোলাম মুস্তাফা নাজাফী
ইবনে ওমরাহ তার পিতা হতে বর্ণিত করে বলেছেন:- আমি ইমাম সাদিক (আঃ) কে জিজ্ঞেসা করলাম: হযরত ফাতিমা (সাঃ) নাম জাহরা কেন রাখা হয়েছে?
তিনি বললেন, কারণ ফাতেমা জাহরা (সাঃ) যখন ইবাদতের স্থানে (নামাযের জন্য) দাঁড়াতেন,
তখন তাঁর আলো আসমানবাসীদের জন্য আলোকিত হয়ে যেতো, এরুপ পৃথিবীর মানুষের জন্য ও চমকে উঠতো।